দেখিয়া কদম্ব ফুল কানু পড়ে মনে।
কেমনে ধরিব প্রাণ বিনি দরশনে।।
কে হরিল কোথা গেল কে সাধিল বাদ।
কোথা ছাড়ি গেল পিয়া করিয়া প্রমাদ।।
যে যায় মথুরা পুরি তার লাগি পাই।
মনের মরম কথা লিখিয়া পাঠাই।।
অল্প বয়সে মোর কালা পরিবাদ।
বিধি কৈল পরাধিনি না পূরল সাধ।।
ভণ কবিশেখর শুন বরনারি।
ধৈরজ ধর চিতে মিলিবে মুরারি।।