দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে।
এ জনার মুখ আর দেখিতে না হবে।।
ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া।
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।।
কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে।
কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে ।।
কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব।
কানুর কলঙ্ক-ছাই অঙ্গেতে লেপিব ।।
চণ্ডীদাসে কহে কেন হইলা উদাস।
মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।।