দেখিআ মূরুতি জগতের পতি
চাহেন লক্ষ্মীর পানে।
কর জোড় করি কহেন প্রেয়সী–
“কহ প্রভু কোন্ কামে?”
কহে ভগবান্– “শুনহ বচন
হইল নিশ্বাস এক।
তাহে উপজল এই সে রূপসী
আগে দেখ পরতেক।।
এমন রূপসী কাহে সমর্পিব
ইহাই ভাবিএ মনে।”
হাসি লক্ষ্মীদেবী সরস হইআ
চাহেন চরণ পানে।।
“ইহার উপাঅ এক নিবেদিএ
শুনহ কমল-আখি।
ইহার বরণ করিতে আছঅ
সকল ভাবিএ দেখি।”
প্রভুর ইঙ্গিত পাইআ প্রেয়সী–
জানল সফলী কাজ।
“ইহারে বরণ করাহ কারণ
আছে এক দেবরাজ।।
ভোলা মহেশ্বর কৈলাস-ইশ্বর
ইহার বরণ করি।”
লক্ষির বচন কমল লোচন
লইল মানসপুরি।।
চণ্ডিদাস বলে “অদ্ভুত কথা
বড়ই বিষম কথা।
এ সব কাহিনী দশমে না পাবে
আনহু পুরাণে জাতা।।”