দেখলি কমলমুখি কোমল দেহ।
তিল এক লাগি কত উপজল নেহ।।
নূতন মনসিজ গুরুতর লাজ।
বেকত প্রেম কত করয় বেয়াজ।।
খন পরিতেজয় খন আবয় পাস।
ন মিলয় মন ভরি ন হোয় উদাস।।
নয়নক গোচর থির নহিঁ হোএ।
কর ধরইত ধনি মুখ ধরু গোএ।।
ভনহিঁ বিদ্যাপতি এহো রস গাব।
অভিনব কামিনি উকুতি বুঝাব।।