দেখরে মাই সুন্দর শচীনন্দনা।
আজানুলম্বিত ভুজ বাহু সুবলনা।।
ময় মত্ত হাতি ভাতি গতি চালনা।
কিয়েরে মালতী মালা গোরা অঙ্গে দোলনা।।
শরদ ইন্দু নিন্দি সুন্দর বয়না।
প্রেম আনন্দে পরিপূরিত নয়না।।
পদ দুই চারি চলত ডগমগীয়া।
নাচত প্রভু মোর প্রেমে গরগরিয়া।।
বলরাম দাস চিতে গোরা নট রঙ্গিয়া।
বলিহারি যাই প্রভুর সঙ্গের অনুসঙ্গিয়া।।