দৃঢ় পরিরম্ভণ করু কত বার।
বিগলিত কুন্তল টুটল হার।।
ঝন ঝন কিঙ্কিণী নূপুর সান।
আনন্দে পূরল সহচরী কান।।
উছলল সৌরভ মধুকর গান।
শ্রমজলে দুহুতনু করল সিনান।।
কহে হরিবল্লভ এ সুখ রাতি।
মনমথ সাগরে ডূবল মাতি।।
দৃঢ় পরিরম্ভণ করু কত বার।
বিগলিত কুন্তল টুটল হার।।
ঝন ঝন কিঙ্কিণী নূপুর সান।
আনন্দে পূরল সহচরী কান।।
উছলল সৌরভ মধুকর গান।
শ্রমজলে দুহুতনু করল সিনান।।
কহে হরিবল্লভ এ সুখ রাতি।
মনমথ সাগরে ডূবল মাতি।।