দূর গেল মানিনি মান।
অমিয়া সরোবরে ডুবল কান।।
মাগয়ে তব পরিরম্ভ।
প্রেম ভরে সুবদনি তনু জনি স্তম্ভ।।
নাগর মধুরিম ভাস।
সুন্দরি গদ গদ দীঘ নিসাস।।
কোরে অগোরল নাহ।
করু সঙ্কীরন-রস নিরবাহ।।
লহু লহু চুম্ব বয়ান।
সরস বিরস হৃদি সজল নয়ান।।
সাহসে উরে কর দেল।
মনহিঁ মনোভব তব নহি ভেল।।
তোড়ল জব নীবিবন্ধ।
হরি সুখে তবহি মনোভব মন্দ।।
তব কছু নাহক সুখ।
ভন বিদ্যাপতি সুখ কি সুখ।।