দূর কর মাধব কপট সোহাগ।
হাম সমুঝল সব তুয়া অনুরাগ।।
ভাল ভেল অব সে মিটল সব দ্বন্দ্ব।
ভাল নহে কবহু আশ-পরিবন্ধ।।
তুহুঁ গুণ-সাগর সেহ গুণ জান।
গুণে গুণে বান্ধল মদন পাঁচবাণ।।
তুরিত চলহ তাহাঁ না কর বিয়াজ।
ভ্রমর কি তেজই নলিনি-সমাজ।।
কৈতবিনি হামরা কৈতব নাহি তায়।
তোহারি বিলম্ব অব নাহিক যুয়ায়।।
বিমুখি ভেল ধনি গদ গদ ভাষ।
বিনতি না শূনল বলরাম দাস।।