দূর অবগাহ পয়োনিধি ভাঁতি।
যৌবনজল তাহে শ্যামর কাঁতি।।
দেখ সখি না বুঝিয়ে দৈবকি রীত।
তহি ডারল মঝু নিরমল চিত।।ধ্রু।।
ধৈরয আদি সকল গুণ মেলি।
নিশিদিশি বসিয়া করতহি কেলি।।
সো সব গুণ অব আকুল হোয়।
চরণে লাগি পুন রোখই মোয়।।
না বুঝিয়ে তছু যো নিজঘর খোই।
রহইতে নিজপর কিয়ে হীত অহীত।
বিপতি সময়ে করু সব বিপরীত।।
ধৈরয পদ অবলম্বন কেল।
মন্দির চলইতে সঙ্কট ভেল।।
কহ ঘনশ্যামর দাস উচিত।
বাঁধি লেহ তুহ শ্যামর চিত।।