দূরে গেল যত বিরহবাধা।
অমিয়াসাগরে ডুবল রাধা।।
কি কহব সখি তোহারি ঠাম।
বিপরীত সব কয়লুঁ হাম।।
ধৈরজ সরম রহল দূর।
তার মনোরথ করিলুঁ পূর।।
সে দিলে আমারে জীবনদান।
তেঞি সে রাখিলুঁ তাহার মান।।
অনন্ত কহয়ে শুন হে সখি।
এ কথা শুনিলে সবাই সুখী।।
দূরে গেল যত বিরহবাধা।
অমিয়াসাগরে ডুবল রাধা।।
কি কহব সখি তোহারি ঠাম।
বিপরীত সব কয়লুঁ হাম।।
ধৈরজ সরম রহল দূর।
তার মনোরথ করিলুঁ পূর।।
সে দিলে আমারে জীবনদান।
তেঞি সে রাখিলুঁ তাহার মান।।
অনন্ত কহয়ে শুন হে সখি।
এ কথা শুনিলে সবাই সুখী।।