দূরে গেও মানিনি মান।
রাইক কোরে মগন ভেল কান।।
অরুণ উদয় ভেল দেখি অতি ভীত।
নাগর নাগরি চমকিত চীত।।
শ্যামকরে ধরি ধনি কহে মৃদু বোল।।
নিজ গৃহে চল অব নহ উতরোল।।
দেবআরাধনে আয়ব হাম।
পুন দরশন হোয়ব সোই ঠাম।।
রসিকশেখর তুহঁ বিদগধ কান।
হাম অবলা গুণহিন মতি বাম।।
কঠিন বচন হাম যে কহলুঁ তোয়।
ইথে কিছু অপরাধ না লহবি মোয়।।
এত কহি দুঁহু জন চলু নিজ গেহ।
মন্দিরে আয়ল লখই না কেহ।।
ঐছন রসময় দুহুঁক চরীত।
উদ্ধব দাস হেরি হরষিত চীত।।