দূরে কর বিরহিণি দুখ।
নিয়ড়ে হেরবি পিয়া মুখ।।
অনুকূল করু উদযোগে।
হামে পাঠায়ল আগে।।
সো চির উলসিত কান।
তুয়া আশে আওল জান।।
মিছ নহ ইহ আশোয়াসা।
কহতহিঁ গোবিন্দদাসা।।
দূরে কর বিরহিণি দুখ।
নিয়ড়ে হেরবি পিয়া মুখ।।
অনুকূল করু উদযোগে।
হামে পাঠায়ল আগে।।
সো চির উলসিত কান।
তুয়া আশে আওল জান।।
মিছ নহ ইহ আশোয়াসা।
কহতহিঁ গোবিন্দদাসা।।