দূরে কর বিরহিণি দুখ।
নিয়ড়ে হেরবি পিয়া মুখ।।
অনুকূল করু উদযোগে।
হামে পাঠায়ল আগে।।
সো চির উলসিত কান।
তুয়া আশে আওল জান।।
মিছ নহ ইহ আশোয়াসা।
কহতহিঁ গোবিন্দদাসা।।