দূরহি দূরে রহি দোঁহে দোঁহা হেরি।
চিনই না পারয়ে পুনপুন বেরি।।
কিয়ে অপরূপ দুহুঁ লখই না পারি।
চীত-পুতলি জনু দুহুঁ রহু থারি।।
খেনে অনিমিখ খেনে সনিমিখ হোই।
হেরইতে যতনে লখই নাহি কোই।।
সহচরিগণ হাসি দেখি দুহুঁ রঙ্গ।
মাধব কহ ইহ প্রেম তরঙ্গ।।