দূরহিঁ দুহুঁ হেরি দুহুঁ পুলকাইত
দুহুঁ ভেল ভাবে বিভোর।
নয়নে নয়নে যব দুহুঁ দোঁহা নিরখই
তব বহ আনন্দ লোর।।
সজনী দেখ রাধামাধব-প্রেম।
দুহুঁ দোঁহা কি করব থেহ না পাওত
জনু দুহুঁ দারিদ-হেম।।
দুহুঁকর বচন বচন পুন গদ গদ
দুহুঁ অঙ্গ ভেল সুকম্প।
দুহুঁ দোঁহা পরশিতে দুহুঁ ভেল নিমগন
ঐছন হোয়ত স্তম্ভ।।
অপরূপ বিধু-মণি দুহুঁ কিয়ে বিধুবর
মঝু মন করত আশংস।
রাধামোহন-পহু দুহুঁ অতি নিরূপম
ত্রিভুবন করু অবতংস।।