দূরত আওত নাগর রায়।
যুবতি উমতি উন্নত চায়।।
বিরস বদন সরল ভেল।
হিয়ার আগুনি তখনি গেল।।
হাসত বেকত বচন মীঠ।
সজল ছুটত তরল দীঠ।।
মুরলি খুরলি শুনিতে পাই।
অতুল আনন্দে আকুল রাই।।
দেখিবারে সব সখিনি যাই।
উঠলি অট্টালি মিললি রাই।।
রতন আসনে বসিলা সভে।
শেখর সভায়ে সেবয়ে তবে।।