দূত-মুখে শুনি কংস ভয় মানি
চিন্তিত হইল ভারি।
সেই সে অষ্টম গর্ভে জনমিআ
এই সে করিব গাড়।।
কিসে নষ্ট হএ চিন্তিত উপাএ
ধরণী ধরিআ বসি।
মনে মনে গুণে না দেখে নয়ানে
হেনক মরমে বাসি।।
পাত্র-মিত্র-গণ আসিয়াছে আন
বসিলা অসুর কংসে।
“সেই রাতি কালে অষ্টম গর্ভেতে
জন্মিল নন্দের বংশে।।
জন্মিল দৈবকীর ওদর ভিতরে
আমারে ভাণ্ডিল এহ।
মনেতে জানিল কন্যা জে কহিল
ইহার উপায় কহ।।”
পাত্র-মিত্রগণ কহেন কারণ
“ইহার উপায় আছে।”
কহে পাত্রগণে বিচার করিআ
“কহিব তুমার কাছে।।
চিন্তা না করিহ শুন মহারাজা,
কাড়িআ আনিব শিশু
যাতে নষ্ট হএ চিন্তির উপাএ
বিস্ময় না ভব কিছু।।
তুমি মহারাজ কংস ভূপতি
এতেক মহিমা জার।
আমরা থাকিতে কিসের দুর্গতি
কন্টক রাখিব তার।।
সুখে মহারাজা কর সুখ-কেলি
বিলাস বৈভব জত।
আনন্দে ফিরএ জগত মণ্ডলে
চণ্ডিদাস কহে তত।।”