দূতী রূপ হেরী চিনিতে না পারি
রাই বলি কোলে কৈল।
বিরহ-অনল তাপরে পুড়িছে
পরাণ রাখ কেবল।।
শুন অগো ধনি আমার যে বাণী
তোমার লাগিঞা এথা।
তোমা না দেখিঞা জ্বলই অন্তরে
পাইনু এমনি ব্যথা।।
কি কারণে সই অত দশা (দুঃখ) দিল
দশদিগ দিশে শূন্য।
তোমারে না পেঞা অতি দুখী হঞা
পিণ্ডে(দেহে) না রহে পরাণ।।
অত বলি শ্যাম রাই বলি করে
বসন বিভরণ কৈল।
অলকা টুটিল কবরী খসিল
অধরে অধর দিল।।
সহচরী বলি চিনিতে মাধব
লজ্জিত হইঞা রহল ।
সঙ্কুচিত হঞা প্রিয় সহচরী
শ্যাম-বাস পহিরল।।
প্রেমের বিভলে বসন পালটি
দুঁহা না পারল বারি (চিনিতে)।
বেণী(দুই) কর জুড়ি কহে সহচরী
শুনহে মুরলী-ধারি।।
বুঝিঞা সঙ্কেত কহিঞা ত্বরিত
সে নব রসিক রাজে।
শুনি শ্যাম তুমি আন গুণমণি
এহি মনোহর কুঞ্জে।।
শুনিঞা ভারতী শীঘ্র যায় দূতী
মিলল কিশোরী পাশ ।
বেণী(দুই) কর জুড়ি কহে পাদে পড়ি
বোলে দ্বিজ চণ্ডীদাস।।