দূতী মুদিত মন মাহ।
কত পরবোধি থির করু নাহ।।
তৈখণে শুভখণ পাই।
চললহি যাঁহা রহু রঙ্গিণী রাই।।
বিরচি যুগতি রুচিকারি।
ভেটত দিঠি ভরি ঢরকই বারি।।
কানুচরিত উহ বেরি।
নরহরি লহু লহু কহু মুখ হেরি।।