দূতিয়ক চান্দ সবহুঁ নাহি হেরিয়ে
পূণিম সময়ে পরাভাব।
ঐছন শ্রম রস- পরশন ঐছন
না জানিয়ে কিয়ে সুখ পাব।।
এ হরি এ হরি কি বলিয়ে পারি।
তুহুঁ মত কুঞ্জর কমলিনী নারী।।ধ্রু।।
নিতি নিতি রাতি শীতে দেখ অতিশয়
বরিখয়ে লাখ তুয়ার।
তাপে উতাপিত তিরপিত নহে ক্ষিতি
যব নহে জলধর-ধার।।
কনকশিল্পী জনু শারি সরণ রেণু
ঐছন রসবতী নেহ।
জ্ঞানদাস কহ বুঝিয়া না বুঝহ
এ মোহে বড়ই সন্দেহ।।