দূতিহিত ভাল মন্দ না জানিয়ে
নাহ মগন প্রতিয়াশে।
কেশ বিথারি চরণে পড়ি সাধলু
সবিনয় মধুরিম ভাষে।।
কৈছে মনরথ কিছুই না জানিয়ে
নিশ্চয় না আয়ল নাহ।
তব হাম কি করব ফিরি চলি আয়লু
মনরথে পূরল দেহ।।
রাই কহত বাণি কে তব সঙ্গিনি
চঞ্চল সো বরনাহ।
তুয়া পানে চাহিতে আপুনি উপকার
হামারি সমুখ ছাড়ি যাহ।।
কহিতে কহিতে ধনি লোচন পুন পুন
বুক মুখ ভিজল লোরে।
গোবিন্দদাস কহত পরবোধয়ি
রাই ললিতা করু কোরে।।