দূতিমুখে শুনইতে রাইক চরিত।
সব অঙ্গ পুলকিত চমকিত চিত।।
কি কি বলি প্রেমে ভেল ভোর।
কহইতে গদগদ কণ্ঠ হি লোর।।
সঙরিতে প্রেম অবশ ভেল অঙ্গ।
অন্তরে উপজল মদনতরঙ্গ।।
চলইতে পদযুগ থর থর কাঁপ।
হেরই লোর নয়নযুগ ঝাঁপ।।
ঐছন কুঞ্জে মিলল রাইপাশ।
দূরেহুঁ দূরে রহু গোবিন্দদাস।।