দূতিমুখে শুনইতে নাগর কান।
ঐছন মাধব কয়ল পয়ান।।
রাই রাই করি ঘন চলি জায়।
পীয়ল নূপুর বাজন-পায়।।
যাই নিহারত মন্দির পাশ।
শোয়ত স্বজন না শুনই ভাষ।।
বদরিক ডাল পরে বৈঠল কান।
কোকিল জিনি হরি করতহি গান।।
ঘুমের আলিসে রহু বিদগধ রাই।
চমকি উঠিয়া পুন চৌদিকে চাই।।
মন দিয়া শুনে রাই কোকিলের গান।
অন্তরে জানল আয়ল কান।।
ফেটি কপাট পুন বাহিরে গেল।
গোবিন্দদাস তহিঁ করত রস কেল।।