দূতিক বাণী শুনি ধনি উলসিত
ডুবই মদন-তরঙ্গে।
মুচুকাই হাসি কহই তহি গদগদ
তুহুঁ সব জানসি রঙ্গে।।
সো বর-নাগর শ্যাম।
বিদগধ রসিক-শিরোমণি-মুকুটহি
ঐছন নহ তছু কাম।।
ভেটবি শ্যাম-ধাম রণ-পণ্ডিত
তুহে কি শিখাওব নীতে।
রতি-বিপরীত-রীত যদি দেখবি
সমুঝবি আপন চীতে।।
চল চল দূতি আগে তুহুঁ অনুসর
কুঞ্জহি কানুক পাশ।
করই শিঙ্গার চলহ বর নাগরি
ভনতহিঁ গোবিন্দদাস।।