দুয়ারের আগে ফুলের বাগান
কিসের লাগিয়া কলুঁ ।
মধু খাই খাই ভ্রমর মাতল
বিরহ-জ্বালাতে মলু।।
জাতি রুইনু যূথি রুইনু
রুইনু সুগন্ধ মালতী।
ফুলের বাসে নিদঁ নাহি আসে
পুরুষ নিঠুর জাতি।।
কুসুম তুলিয়া বোঁটা তেয়াগিয়া
শেজ বিছাইনু কেনে।
যদি শুই তায় কাঁটা ভুঁকে গায়
রসিক নাগর বিনে।
চান্দ ঝলমল দিক্ নিরমল
পিককুল তারা বোলে।
কোন্ গুণবতী অধিক গুণেতে
পিয়া ভুলাইয়া নিলে।।
আপনা খাইয়া সখীর বচনে
তা সনে করিনু প্রেম।
চণ্ডীদাস কহে— কানুর পীরিতি
যেন দরিদ্রের হেম।।