দুহূ মুখ হেরইতে দুহু ভেল ভোর।
দুহুক নয়নে বহে আনন্দ লোর।।
দুহু অঙ্গ পুলকিত গদগদ ভাষ।
ঈষদবলোকনে লহু লহু হাস।।
ললিতা বিশাখা আদি যত সখিগণ।
আনন্দে মগন ভেল দেখি দুহু জন।।
নিকুঞ্জের মাঝে রাধাকানুর বিলাস।
দূরহি দূরে রহু নরোত্তম দাস।।
দুহূ মুখ হেরইতে দুহু ভেল ভোর।
দুহুক নয়নে বহে আনন্দ লোর।।
দুহু অঙ্গ পুলকিত গদগদ ভাষ।
ঈষদবলোকনে লহু লহু হাস।।
ললিতা বিশাখা আদি যত সখিগণ।
আনন্দে মগন ভেল দেখি দুহু জন।।
নিকুঞ্জের মাঝে রাধাকানুর বিলাস।
দূরহি দূরে রহু নরোত্তম দাস।।