দুহু রসময় তনু গুনে নহি ওর।
লাগল দুহুঁক ন ভাঁগই জোর।।
কে নহি কএল কতহুঁ পরকার।
দুহুঁ জন ভেদ করিঅ নহি পার।।
খোজল সকল মহীতল গেহ।
খীর নীর সম ন হেরলুঁ নেহ।।
জব কোই বেরি আনলমুখ আনি।
খীর দণ্ড দেই নিরসত পানি।।
তবহু খীর উছলি পড় তাপে।
বিরহ বিয়োগ আগি দেই ঝাঁপে।।
জব কোই পানি আনি তাহি দেল।
বিরহ বিয়োগ তবহি দূর গেল।।
ভনই বিদ্যাপতি এহন সুনেহ।
রাধামাধব ঐসন নেহ।।