দুহুজন যহি বন কৌতুক মাজি।
নাগর সমুখ সমরশরে বাজি।।
ঢলি পড়ল যব অচেতন হোই।
মনমথে ঝাড়ি জিয়ায়ল রাই।।
দুহুজন সারি উঠল যব তাই।
বিন বাদ কিঙ্কিণি সব দশ মাই।।
দুহু জন করে ধরি যমুনাক তীর।
নাহি উঠল দুহু মূছত নীর।।
সখিগণ বসন জোগায়ল পাশ।
পহিরল দুহুজন নিজ নিজ বাস।।
বৃন্দা নানা উপহার আনি দিল।
হরষিতে দুহুঁ বসি ভোজন কেল।।
আচমন করি দুহু তাম্বুল নেল।
প্রণমিয়ে সুন্দরি সখি সঙ্গে গেল।।
সখাসঙ্গে মিলল নাগর যাই।
নিজগৃহে প্রবেশল সখি সঞে রাই
নিজালয়ে বৈঠল আসন পাশ।
চরণ সেবন করু গোবিন্দদাস।।