দুহুঁ রূপ লাবণি মনমথ মোহিনী
নিরখি নয়ান ভুলি যায়।
রজনি জনিত রতি বিশেষ আলাপনে
অলস রহল দুহুঁ গায়।।
বিথারল কুন্তল তাহে কুসুমদল
লোলহি আনহি ভাতি।
দহুঁ দোঁহা হেরি মুখ হৃদয়ে বাঢ়ল সুখ
ভুলি রহল দোঁহে মাতি।।
নিজ নিজ মন্দির নাগরি নাগর
চলইতে সখী অনুবন্ধ।
বিরহ বিষানলে দুহুঁ তনু জারল
লোচনে লাগল ধন্ধ।।
ভীতক চীত পূতলি সম দুহুঁ জন
রহলি বিদায়ক বেলা।
প্রেম পয়োনিধি উছলি উছলি উঠি
চেতনে অচেতন ভেলা।।
দুহুঁজন চীত রীত হেরি সহচরী
ঘন ঘন গগনহি চায়।
রজনি পোহায়ল জন সব জাগল
সে ডরহি অধিক ডরায়।।
শেখর বুঝিয়া তব করি কত অনুভব
দুহুঁ সঙ্গ ভঙ্গ করায়।
নিজ নিজ মন্দিরে সভে যাই শূতলি
গুরুজন ভেদ না পায়।।