দুহুঁ রস রাশি। সমাপল হাসি।।
রতি রণ রঙ্গে। শ্রম ভেল অঙ্গে।।
গাঁথি ফুলমালা। মিলে ব্রজমালা।।
জলকেলি সাধে। চলু ধনি রাধে।।
যুবতি সমাজে। শোভে যুবরাজে।।
সভে একতানে। করি করু গানে।।
সরসীসলিলে। পৈঠে স-লীলে।।
করিণীক সঙ্গে। করিবর রঙ্গে।।
দুহুঁ দুহুঁ মেলি। করু জলকেলি।।
সখিগণ নিপুণা। বেঢ়লি হঠিনা।।
কেহ দেই নীরে। কেহ লেই ঢীরে।।
কেহ দেই তালি। কেহ বোলে ভালি।।
কানুমুখ মোড়ি। জল দেই জোরি।।
কেহ কেহ হারি। কেহ দেই গারি।।
কেহ ভাগি দূরে। চমকি নেহারে।।
কানু করে বেঢ়ি। ধরল কিশোরি।।
সলিল অগাধা। লেই চলু রাধা।।
হরিক অঙ্কে। ধনি রহু রঙ্গে।।
পাতল চীরে। বেকত শরীরে।।
নিরখিতে কান। হানে পাঁচ বাণ।।
ধনি কচু জোরা। হাসি দেই মোড়া।।
হরি পুরি সাধা। আনলি রাধা।।
রাখলি নীরে। অলপহি দূরে।।
সখিগণ মেলি। করু কত কেলি।।
করি পরিহাসে বিবিধ বিলাসে।।
সভে উঠে তীরে। পহিরলি চীরে।।
নাগর সঙ্গে। চলু সভে রঙ্গে।।
কিয়ে ভেল শোভা। শেখর লোভা।।