দুহুঁ মুখ দরশি বিহসি দুহুঁ লোচন
শাওন বরিখত নীর।
আকুল হৃদয় হৃদয় দুহুঁ জোরত
দুহুঁজন এক-শরীর।।
সজনি না বুঝল মরমক ভাব।
দুহুঁ দুহুঁ সরবস রস-ভরে পরবশ
নিরসল কিয়ে পরথাব।।
নিজ-কর-কমলে চিবুক দুহুঁ পরশই
কহইতে না ফুরই বাণি।
দারিদ রতন যতনে জনু সম্বরু
সতত হৃদয়ে ধরু পাণি।।
চরণ কমল দুহুঁ নিজ-কর-পল্লবে
পরশি সতত ধরু আশ।
কবহি দূর দূর অনুমানই
উনমত চিত-অভিলাষ।।
দরশন পরশ সরস দুহুঁ মানই
দুহুঁ রস-সায়র ভান।
কিয়ে দারুণ কিয়ে দূর-অবগাহন
গেলহিঁ সো ভেল আন।।
দুহুঁক বিলাস কলারস হেরইতে
অনঙ্গ তেজই অভিমান।
গোবিন্দদাস ভণ দুহুঁ রস-ধারণ
পাপ রজনি অবসান।।