দুহুঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল হাস।
দুহুঁকর হৃদয়ে মদন পরকাশ।।
নিবিড় আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
বদনে বদনে মেলি বাঢ়ল আনন্দ।।
রতিরণ কয়লহি দুহুঁজন মেলি।
অলসে অবশতনু দুহুঁজন ভেলি।।
বৈঠল দুহুঁজন সরস সমাই।
প্রেমদাস জলসেবন যাই।।
দুহুঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল হাস।
দুহুঁকর হৃদয়ে মদন পরকাশ।।
নিবিড় আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
বদনে বদনে মেলি বাঢ়ল আনন্দ।।
রতিরণ কয়লহি দুহুঁজন মেলি।
অলসে অবশতনু দুহুঁজন ভেলি।।
বৈঠল দুহুঁজন সরস সমাই।
প্রেমদাস জলসেবন যাই।।