দুহুঁ দোহাঁ দরশনে পুলকিত অঙ্গ।
দূরে গেও রজনিক বিরহ তরঙ্গ।।
যৈছে বিরহ-জ্বরে লুঠল রাই।
তৈছন অমিয়া-সাগরে অবগাই।।
দুহু মুখ চুম্বই দুহুঁ মুখ হেরি।
আনন্দে দুহুঁ জন করু নানা কেলি।।
সুখময় যামিনী চাঁদ উজোর।
কুহরত কোকিল আনন্দে বিভোর।।
বিকসিত সুকুসুম মলয় সমীর।
ঝলমল ঝলমল কুঞ্জ কুটীর।।
বিহরয়ে রাধামাধব রঙ্গে।
নরোত্তম দাস হেরি পুলকিত অঙ্গে।।