দুহুঁ দোঁহা দরশনে ভাবে বিভোর।
দুহুঁক নয়নে ঘন ঢরকত লোর।।
দুহুঁ তনু পুলকিত গদগদ বোল।
ঘরমহি ভীগত দুহুঁক নিচোল।।
অপরূপ দুহুঁজন ভাবতরঙ্গ।
খেনে ঘন কম্পন খেনে থির অঙ্গ।।
চলইতে চাহে দুহুঁ চলই না পারি।
কহে মাধব দুহুঁ যাঙ বলিহারি।।
দুহুঁ দোঁহা দরশনে ভাবে বিভোর।
দুহুঁক নয়নে ঘন ঢরকত লোর।।
দুহুঁ তনু পুলকিত গদগদ বোল।
ঘরমহি ভীগত দুহুঁক নিচোল।।
অপরূপ দুহুঁজন ভাবতরঙ্গ।
খেনে ঘন কম্পন খেনে থির অঙ্গ।।
চলইতে চাহে দুহুঁ চলই না পারি।
কহে মাধব দুহুঁ যাঙ বলিহারি।।