দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব লাগল
জাগল মনমথ রাজ।
বদন ফিরাওলি অঞ্চলে ঢাকলি
রাধা অতিভয় লাজ।।
(আজু) কাননে কাম কলা রস রঙ্গ।
কত কত চাটু করত নব নাগর
ধনী না দেখাওত অঙ্গ।।ধ্রু।।
অঞ্চল গহত করে কর বারত
কঙ্কণ ঘন ঘন সান।
পরশত চরণ মানাওত সহচরী
লোচন ইঙ্গিত জান।।
ঘোঙ্গট খোলি বদন বিধু অলকনি
কুণ্ডল ঝলকনি দেখি।
নিজ লোচন মন ভুলল বল্লভ
ভৈগেল চিত্রস লেখি।।