দুহুঁ গদিঠিঅঞ্চল বচন সমাপল
চৌদিশে কত আছে আনে।
দুহুঁ জন বূঝল কেহো নাহি সমুঝল
ঐজন দুহুঁ যে সিয়ানে।।
সখি রাই কলাবতি কানে।
কি দুহুঁ মনোভব মনহি বুঝাওল
কিয়ে দুহুঁ আপন সুজানে।।
ভুজে ভুজে বান্ধি উরহি দরশায়ল
রমণী সমুঝল কাজে।
আপন শিরোরুহ করে পরশায়ল
সময় বুঝায়ল সাজে।।
করকমলে মুখ- কমল লুকায়ল
আন সমুঝায়ল নাহ।
জ্ঞানদাস কহ তরুণি ঊন নহ
তৈছে কয়ল নিরবাহ।।