দুহুঁ গুণে নিতি নিতি কব অনুরাগ।
দুহুঁ রূপ নিতি নিতি দুহুঁ হিয়ে জাগ।।
দুহুঁ মুখ চুম্বই দুহুঁ করু কোড়।
দুহুঁ পরিরম্ভণে দুহুঁ ভেল ভোর।।
দুহুঁ দুহেঁ যৈছন দারিদ-হেম।
নিতি নব আরতি নিতি নব প্রেম।।
নিতি নিতি ঐছন করত বিলাসা।
নিতি নিতি হেরই গোবিন্দদাসা।।