দুহু কুলগরিম অসীম দুখ অন্তরে
বাহিরে পরিজন গঞ্জে।
ও নব নেহ দেহ-অবলম্বন
সোঙরি সঘন মন রঞ্জে।।
সজনি বুঝয়ে না পারয়ে চীত।
অবিরত অভিমত আদর যত যত
ডগমগ বধুঁর পিরীত।।
সবগুণসীম অসীম রূপলাবণি
ও নবকৈশোর দেহা।
গুরুজন বচন– সন্তাপনিবারণ
শীতল সুখময় গেহা।।
পরবশ প্রেম পূরয়ে নাহি আরতি
অনুখণ অন্তরদাহ।
জ্ঞানদাস কহে তিলে কত সুখ হয়ে
হেরইতে শ্যামর নাহ।।