দুহুঁজন গুণিগণে বহুধন দেল।
জননীনিদেশহি মন্দিরে গেল।।
ব্রজপতি সকল সহোদর সঙ্গে।
ভোজনমন্দিরে আওল রঙ্গে।।
সেবক খসায়ল ভূষণ বাস।
সুতমুখ হেরি হেরি বাড়য়ে উল্লাস।।
সভে মেলি ভোজনে বৈঠল ব্রজভূপ।
কত উপহার অন্ন ব্যঞ্জন অনূপ।।
রোহিণি দেবি পরিবেশয়ে তায়।
কানু না খাওত আলস গায়।।
ব্রজপতিদম্পতি বিকল পরাণ।
যশোমতী কোরে করি লেয়ল কান।।
দাসগণ জল দেই আচমন কেল।
কহ মাধব নিজ মন্দিরে গেল।।