দুহুঁক দরশনে উপজল প্রেম।
মরকত যৈছন কাঞ্চন (?) হেম।।
কনক লতাবলী তরুণ তমাল।
নবজলধর যৈছে বিজুরি রসাল।।
কমল মধু যৈছে পাওল ভৃঙ্গ।
দুহুঁ তনু প্রবল মদন তরঙ্গ।।
দুহুঁক অধরামৃত দুহুঁ করু পান।
গোবিন্দদাস কহে দুহুঁ সে সুজান।।
দুহুঁক দরশনে উপজল প্রেম।
মরকত যৈছন কাঞ্চন (?) হেম।।
কনক লতাবলী তরুণ তমাল।
নবজলধর যৈছে বিজুরি রসাল।।
কমল মধু যৈছে পাওল ভৃঙ্গ।
দুহুঁ তনু প্রবল মদন তরঙ্গ।।
দুহুঁক অধরামৃত দুহুঁ করু পান।
গোবিন্দদাস কহে দুহুঁ সে সুজান।।