দুহুঁকর অচেতন দেখি বনদেবী।
চেতন করাওল সমীরণ সেবি।।
কহতহি শুন শুন যুগল কিশোর।
ঋতুরাজ যো কিছু কহলহি থোর।।
আজু দিনহিঁ দুহুঁ সখিগণ মেলি।
সকল করহ মোহে করি রসকেলি।।
শুনইতে আনন্দ সব জন গেল।
দাস গোবিন্দদাস সঙ্গহি লেল।।
দুহুঁকর অচেতন দেখি বনদেবী।
চেতন করাওল সমীরণ সেবি।।
কহতহি শুন শুন যুগল কিশোর।
ঋতুরাজ যো কিছু কহলহি থোর।।
আজু দিনহিঁ দুহুঁ সখিগণ মেলি।
সকল করহ মোহে করি রসকেলি।।
শুনইতে আনন্দ সব জন গেল।
দাস গোবিন্দদাস সঙ্গহি লেল।।