দুল্লহি তোহরি কতএ ছথি মায়।।
কহু ন ও আবথু এখন নহায়।।
বৃথা বুঝথু সংসার বিলাস।
পল পল নানা তরহক ত্রাস।।
মায় বাপ জোঁ সদগতি পাব।
সন্ততি কোঁ অনুপম সুখ আব।।
বিদ্যাপতি আয়ু অবসান।
কাতিক ধবল ত্রয়োদসি জান।।
দুল্লহি তোহরি কতএ ছথি মায়।।
কহু ন ও আবথু এখন নহায়।।
বৃথা বুঝথু সংসার বিলাস।
পল পল নানা তরহক ত্রাস।।
মায় বাপ জোঁ সদগতি পাব।
সন্ততি কোঁ অনুপম সুখ আব।।
বিদ্যাপতি আয়ু অবসান।
কাতিক ধবল ত্রয়োদসি জান।।