দুর সিনেহা বচনে বাঢ়ল।।
মনক পিরিতি জানি।
অলপ কাজ বড়ী দুর আঁতর
করম পাওল আনি।।
চরন নূপুর ঘন সবদএ
চাঁদহু রাতি উজোরি।
ননন্দি বৈরিনি নিন্দে ন নোঅএ
আবে অনাইতি মোরি।।
দূতী বোলে বুঝাবহ কাহ্নু।
আজুক রয়নি আএ ন হোএতে
হৃদয় কোপথি জনু।।
চরন নুপুর করে উতারব
সামর বসন তনু।
খেড়হু কউতুকে ননন্দ বোধবি
বিলঁব লাগএ জনু।।
ও ভরে লাগল নব সিনেহা
এঁ ভরে কুলক গারি।
সকল পেম সম্ভারি ন হোএত
হঠে বিনাসতি নারি।।
ভন বিদ্যাপতি উগন্ত সেবিঅ
মদন চিন্তথু আউ।
পিরিতি কারনে জিব উপেখব
এ বেরি হোউ কি জাউ।।