দুরজন বচন শ্রবণে তুহুঁ ধারলি
কোপহি রোখলি মোয়।
তুয়া বিনে শয়নে সপনে নাহি জানিয়ে
স্বরূপে কহল সব তোয়।।
মানিনি মোহে চাহি কর অবধান।
দারুণ শপথি করিয়ে তুয়া গোচরে
যাহে তুহুঁ পরতিত মান।।
কুচ-যুগ কনক মহেশ সম জানিয়ে
তা পর ধনি হাম পাণি।
নহে জনি ধরম- ঘটহি করি পরিখহ
উচিত কহিয়ে এই বাণী।।
মনমথ-অনল অন্তর মাহা জলতহি
তুহুঁ জনু কাঞ্চন-গোরি।
আনলে হেম সাহসে উঠায়ব
সাঁচি জানব তব মোরি।।
তোহারি লোমাবলি কাল-ভুজঙ্গিনি
হার তরঙ্গিণি জানি।
গোবিন্দদাস ভণি পরশ করহ ফণি
নাহি জানি ডুবহ পানি।।