দুঁহু বাহে মধুর মুরলী।
অপরূপ দুঁহু রস-কেলি।।
এক রন্ধ্রে দুজনে বাজায়।
রাধাকৃষ্ণ নাম উঠে তায়।।
রাই কহে শুন নাগর কান।
পূরল মনের অভিমান।।
সাধ ছিল শিখিতে মূরলী।
তাহাও শিখালে বনমালী।।
কানু কহে আর কি শিখিবে।
নিশ্চয় কহিবে তুমি এবে।।
হাসি ধনী ধরণে না যায়।
দীন ক্ষীণ চণ্ডীদাস গায়।।