দিয়া প্রাণ কুলমান মন পাইলাম না সজনী ।
আমি হইলাম গো সই কুলকলঙ্কিনী ।। ধু
আংখি দিলাম রূপ দর্শনে কর্ণ দিলাম নাম শুনি।
এ গো রূপ দিলাম তার অঙ্গের বদল প্রাণ দিলাম তার নিশানি।।
আর তন্‌ ছুড় মন ছুড় ছুড় ঘর বাসনি।
এ গো ফুটির কমল পুষ্প সুগন্ধিত মোহিনী।।
আর শুনিয়াছি গুরুর মুখে এসব কাহিনী।
এ গো নারী লোকের না হর দেখা মিছা আশা বঞ্চনি।।
আর জিজ্ঞাসিতে নগরেতে বন্ধু আমার আসব নি।
এ গো একালে না হইলে দেখা পরকালে হইব নি।।
ও ভাই চাতকীর মত দিবা নিশি রজনী।
এ গো পরেতে পরার বেদন বুঝব নি প্রাণ সজনী।।
প্রেম তাপিত যে জন তার হৃদয়ে আগুনি।
এ গো আলিঙ্গন দিয়া প্রভু শীতল কর পরানী।।
আর শিতালং ফকিরে কইন শুনো ওগো বিরহিণী।
এ গো তোমার পিরীতের কাছে জান করতাম কোরবাণী।।