দিবানিশি চান্দ নাহি থাকএ গগনে।
পদুমিনি বিকশিত নহে নিশিদিনে।।
তবে আর কিবা দিব মুখের তুলনা।
খঞ্জন-গঞ্জন তাহে বঙ্কিম নয়না।।
মেঘের বিজুরি জিনি রূপের মাধুরী।
চাহিতে পিছলে আঁখি নিরূপিতে নারি।।
দীনবন্ধু দাস কহে তুলনা না জানি।
যারে দেখি আপনি ভুলিবে যদুমণি।।