দিন অবসান জানিয়া পরাণ
কি জানি কেমন করে।
দোহাঁর বদন নিরখি দুজন
বচন নাহিক সরে।।
রসিক রসিলি বিচ্ছেদে বিকলি
ছুটল মুখের হাস।
লোর ঝরঝর বোল ঘরঘর
খসিয়া পড়য়ে বাস।
হিয়ায় জ্বলিল বাড়ব অনল
দহই দোহাঁর দেহা।
করিতে মেলানি কি কহ না জানি
জাগল দারুণ লেহা।।
বিষাদে বিষণ্ণ হইয়া দুজন
মেদিনী ভেদয়ে পায়।
সখীগণ তথি করিয়া যুগতি
কহয়ে দোহাঁর ঠাঁয়।।
সুন্দরি সুন্দর বিলম্ব না কর
সত্বরে চলহ ঘর।
অবধি হইলে কি জানি কি বলে
সে আর হইল ডর।।
শুনিয়া বচন তরাসে তখন
মন্দির বাহিরে আসি।
দুঃখিত হিয়ায় হইল বিদায়
বাড়িল বেদনা রাশি।।
চতুর নাগর চলিলা সত্বর
মিলিলা সখার সঙ্গে।
লইয়া মণ্ডলী চলিলা দুলালী
শেখর চলিল রঙ্গে।।