দিনে দিনে বাঢ়এ সুপুরুস নেহা।
অনুদিনে জৈসন চান্দক রেহা।।
জে ছল আদর তবহু আঁধে।
আওর হোএত কী পছিলাহু বাঁধে।।
বিধিবসে জদি হোঅ অনুগতি বাধে।
তৈঅও সুপহু নহি ধর অপরাধে।।
পুরত মনোরথ কত ছল সাধে।
আবে কি পুছহ সখি সব ভেল বাধে।।
সুরতরু সেওল ভল অভি লাগী।
তসু দূখন নহি হমহি অভাগী।।
ভনই বিদ্যাপতি সুনহ সয়ানী।
আওত মথুরপতি তুঅ গুন জানী।।