দিনমণি কিরণ- মলিন মুখ-মণ্ডল
ঘামে তিলক বহি গেল।
কোমল চরণ তপত পথ-বালুক
আতপ-দহন সম ভেল।।
হেরইতে শ্যামর চন্দ।
কোরে আগোরি গোরি মুখ মোছত
বসন ঢুলায়ত মন্দ।।
কর্পূর তাম্বুল অধরহি দেয়ল
চন্দন লেপই অঙ্গ।
শ্যামর-অঙ্গ- পরশে নব নাগরি
বাঢ়ল প্রেমতরঙ্গ।।
কুঞ্জ কুটির ঘর সেজ মনোহর
মধুকর শ্রুতিধর ভাষে।
গোরি শ্যাম দুহুঁ করত কুতুহলি
কহতহি গোবিন্দদাসে।।