দারুন বসন্ত যত দুখ দেল।
হরি মুখ হেরইতে সব দূর গেল।।
যতহুঁ আছল মোর হৃদয়ক সাধ।
সে সব পূরল হরি পরসাদ।।
রভস আলিঙ্গনে পুলকিত ভেল।
অধরক পানে বিরহ দূর গেল।।
ভনহি বিদ্যাপতি আর নহ আধি।
সমুচিত ঔখদে না রহ বেয়াধি।।
দারুন বসন্ত যত দুখ দেল।
হরি মুখ হেরইতে সব দূর গেল।।
যতহুঁ আছল মোর হৃদয়ক সাধ।
সে সব পূরল হরি পরসাদ।।
রভস আলিঙ্গনে পুলকিত ভেল।
অধরক পানে বিরহ দূর গেল।।
ভনহি বিদ্যাপতি আর নহ আধি।
সমুচিত ঔখদে না রহ বেয়াধি।।